চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা আবু তাহের সাহেদকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
আবু তাহের সাহেদ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। তিনি বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুফতিপাড়ার মৃত জাফর আহমেদের ছেলে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাশকতার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাহেদকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে আবু তাহের সাহেদকে আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর