কর্ণফুলী উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- বড়উঠান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল শুক্কুর (৫৮) ও চরলক্ষ্যা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগে বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শফি আলম (৪০)।
বুধবার(৫ ফেব্রুয়ারি) বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
নগরীর চান্দগাঁও থানায় দায়েরকৃত একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ।
তিনি বলেন, বিশেষ অভিযান চালিয়ে বিকাল সাড়ে ৫টার দিকে বড়উঠান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল শুক্কুরকে গ্রেপ্তার করা হয়। এর আগে চরলক্ষ্যা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. শফি আলমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল শুক্কুর দৌলতপুর ১ নম্বর ওয়ার্ড ইউসুফ আলী তালুকদারের বাড়ীর মৃত শেখ আব্দুল কুদ্দুছের ছেলে এবং মো. শফি আলম চরলক্ষ্যা ১ নম্বর ওয়ার্ড ইয়াছিন চেয়ারম্যানের বাড়ীর মৃত আব্দুস ছবুরের ছেলে। গ্রেপ্তার দুইজনকে নগরীর চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/নয়ন/জেইউ