চট্টগ্রামের. বাঁশখালী কাথারিয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকান্ডে ১১ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ৩০ লক্ষাধিক টাকা বলে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানিয়েছেন ।
অগ্নিকান্ডের খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে । বিদ্যুতের লাইন চালু থাকায় আগুন স্থানীয় জনসাধারণ পানি ছিটিয়ে নিয়ন্ত্রণে আনতে পারেনি বলে জানিয়েছেন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার কাথরিয়া ইউনিয়নের পূর্ব কাথরিয়া ডিগ্রি পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। লোকমানের বসতঘরের চুলা থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচেছ ।
অগ্নিকানডে পরিবারের সদস্যরা হলেন- ছাবের আহমদের ছেলে মো. দিলাল, লোকমান, দেলোয়ার, কাসেম, মোহামদ মামুন, মৃত ফয়েজ আহমদের ছেলে আকবর, জব্বার, শেয়ার আলী এবং মৃত নুরুল ইসলামের ছেলে মো. মিয়া, রিদুয়ান, ইসমাইল।
বাঁশখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মিযানুর রহমান বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই বসত বাড়ি পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
পূর্বকোণ/অনুপম/আরআর/পারভেজ