চট্টগ্রাম রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

কালুরঘাট সেতুতে বাইক পারাপারে টোল আরোপ করায় ছাত্র-জনতার বিক্ষোভ

বোয়ালখালী সংবাদদাতা

৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:১০ অপরাহ্ণ

কালুরঘাট সেতু দিয়ে মোটর সাইকেল পারাপারে ২০ টাকা হারে টোল আরোপ করায় টোল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

 

বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা পূর্ব কালুরঘাট টোল অফিস ঘেরাও করে মোটর সাইকেল থেকে টোল আদায় বন্ধের দাবি জানান। এসময় সেতুর দুই পাশে যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন সেতু পারাপারকারী যাত্রী সাধারণ।

 

এনিয়ে ইজারাদার কর্তৃপক্ষ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও বোয়ালখালী থানা পুলিশের সদস্যরা ছাত্র-জনতার সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। মোটর সাইকেলের টোল আদায় আপাতত করা হবে না জানালে রাত ৯টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

জাতীয় নাগরিক কমিটি বোয়ালখালী শাখার সদস্যরা বলেন, সেতু পারাপারে মোটরসাইকেলের ওপর অযৌক্তিকভাবে টোল আরোপ করা হয়েছে। এটি প্রত্যাহার করতে হবে।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, উভয় পক্ষের সাথে কথা বলে আপাতত মোটর সাইকেল পারাপারে টোল আদায় করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার রেলওয়ে কর্তৃপক্ষের সাথে উভয় পক্ষের প্রতিনিধিরা এ বিষয়ে আলাপ আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

 

এর আগে বুধবার সন্ধ্যা ৬টায় ইজারাদার প্রতিষ্ঠানকে রেলওয়ে কর্তৃপক্ষ সেতু বুঝিয়ে দিলে টোল আদায় কার্যক্রম শুরু হয়।

 

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট