চট্টগ্রাম বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

পটিয়ায় বড় বোনের বাসায় বেড়াতে এসে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা

নাইক্ষ্যংছড়ি সংবাদদাতা

৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:১৭ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় তাসমিন আক্তার (১৪) নামে এক কিশোরী বড় বোনের বাসায় বেড়াতে গিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।

 

নিহত তাসমিন আক্তার নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তুফান আলী পাড়ার বাসিন্দা সোনালীর মেয়ে।

 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে পটিয়া পৌর সদরের পোস্ট অফিসের আলমগীরের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

 

নিহতের বড় বোন জানান, তিনি তার সংসার নিয়ে পটিয়ায় ভাড়া বাসায় বসবাস করেছেন। তার ছোট বোন তাসমিন আক্তার গত ১৫ দিন আগে বেড়াতে আসেন। এরমধ্যেই হাঈদগাঁও এলাকার আকিব নামে এক ছেলের সাথে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়েন। এর মাঝে গত সোমবার থেকে তাদের দুইজনের মধ্যে ঝগড়া চলছে শুনেছি। মঙ্গলবার ঘরের দরজা বন্ধ করে সে (তাসমিন) আত্মহত্যা করে।

 

এ ঘটনার পরপরই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়াংকা চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন।

 

বড় ভাই নবী হোছন জানান, তাসমিন আক্তার বাইশারী বালিকা মাদ্রাসার ৭ম শ্রেণিতে পড়াশোনা করছেন। গত ১৫দিন ধরে পটিয়ায় বড় বোনের বাসায় বেড়াতে যায়। কয়েকদিন পর তাসমিন আক্তার সাথে আকিব নামে এক ছেলের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার খবর জানতে পারি। সেই ছেলেটির সাথে (রবি-সোমবার) পরপর দুইদিন ঘুরতে গিয়েছিল তাসমিন আক্তার। শেষের দিন একপর্যায়ে তাসমিনকে একটা জায়গায় ফেলে সে গায়েব হয়ে যায়। তাসমিন রাস্তাঘাট অপরিচিত হওয়ায় পাশ্ববর্তী সেনা ক্যাম্পে আশ্রয় নেয়। সেনা ক্যাম্প থেকে বাইশারীর চেয়ারম্যনের কাছে একটি ছবি ও ফোন আসলে তখন ঘটনার বিষয়টি জানতে পারি। তাসমিনের সাথে ফোনে আমার কথা হয়। সেনা ক্যাম্প থেকে তাসমিনকে নিরাপদে বড় বোনের বাসায় পৌঁছে দেয়। গতকাল মঙ্গলবার তাসমিন পটিয়ায় বোনের বাসায় দরজা বন্ধ করে আত্মহত্যা করে।

 

নবী হোছন আরও জানান, পটিয়া থানা পুলিশ ঘটনাটি তদন্ত করে এবং আত্মহত্যার প্রকৃত কারণ উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আস্বস্ত করেছেন।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট