চট্টগ্রাম রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫

ফটিকছড়িতে আগুনে ১১ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক

৫ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৫৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি ভূজপুরের কাজিরহাট বাজারে অগ্নিকাণ্ডে ১১টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

 

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে উপজেলার ভূজপুর ইউপির কাজিরহাট বাজারের পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় রঞ্জিতের মিষ্টির দোকান, আবু সওদাগরের চাউলের দোকান, তসলিমের কুকারিজ দোকান, আলমগীরের গাছের দোকান, তসলিমের বেডিং দোকান, আনসারের হোটেল ও চা দোকান, আব্বাসের ওয়ার্কশপের দোকান, আব্বাসের পান দোকান, তাহেরের স্টিলের দোকান, সেলিমের বিসমিল্লাহ হোটেল ও নুরুল ইসলামের ওয়ার্কশপের দোকান ভস্মিভূত হয়ে যায়।

 

স্থানীয়রা জানায়, ভোরে হঠাৎ চিৎকার শুনে এসে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। এভাবে জ্বলতে জ্বলতে ৪ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ১২-১৫ টি দোকান পুড়ে শেষ।

 

ভূজপুরের সাবেক চেয়ারম্যান শফি বলেন, ১৫টির মত দোকান পুরোপুরি পুড়েছে। এছাড়াও ২০টির অধিক দোকান আংশিক পুড়ে গেছে। কোটি কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ব্যবসায়ীদের সহযোগিতা না করলে তাদের পথে বসা ছাড়া উপায় নেই। আমি বিষয়টি ইউএনও মহোদয়কে জানিয়েছি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট