চট্টগ্রাম রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫

মহেশখালীতে ৩ ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা

মহেশখালী সংবাদদাতা

৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৫৩ অপরাহ্ণ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজারে এই অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

 

এ সময় তিনি মুদির দোকানে পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে তিনটি মামলায় তিন ব্যক্তিকে ১৮ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি মূল্য তালিকা না থাকায় কয়েকজন ব্যবসায়ীকে সতর্ক করেন।

 

ইউএনও দীপক ত্রিপুরা পূর্বকোণকে বলেন, কোন অসাধু ব্যবসায়ী যদি বাজার অস্থিতিশীল করতে চায় তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/হুবাইব/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট