চট্টগ্রামের সীতাকুণ্ডে ডিসি পার্কে ব্যাপক তাণ্ডব চালিয়েছে দুস্কৃতকারীরা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার পর থেকে প্রায় এক ঘণ্টা ব্যাপী তাণ্ডব চলে পার্কে। দুস্কৃতকারীদের হামলায় দর্শনার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক মানুষ আহত হয়েছে। এছাড়া লাখ লাখ টাকার সম্পদহানি হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ডের ফৌজদারহাট ডিসি পার্কের সামনে বি.এম ডিপোতে যাতায়াতকারী কয়েকটি পণ্যবাহী লরি সিগনাল অমান্য করে যানজট সৃষ্টি করার জের ধরে পার্কের কর্মী-কর্মকর্তাদের সাথে লরি চালকদের বাকবিতণ্ডা হয়। এ সময় স্থানীয় কিছু লোকজন এসে গাড়ি চালকদের আটকে রাখার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে লরি চালকরা তাদের মালিক ও অন্য চালকদের খবর দিয়ে সেখানে সড়ক অবরোধ করে ফেলে। এ সময় ডিসি পার্কে থাকা নিরাপত্তা কর্মী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সেখানে গিয়ে তাদেরকে মহাসড়ক থেকে তুলে দিয়ে যানজট মুক্ত করার চেষ্টা করলে গাড়ি চালকরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা বাড়তে থাকলে কিছুক্ষণের মধ্যে সেখানে আরো শত শত গাড়ি চালক ও পরিবহন শ্রমিক উপস্থিত হয়ে ডিসি পার্কে হামলা করে। এ সময় হামলাকারীরা পার্কের একটি প্রবেশ গেট ভেঙে ভেতরে ও বাইরের দোকানপাট, সৌন্দর্য্যবর্ধনে নির্মিত বিভিন্ন স্থাপনা ভাঙচুর করতে থাকে। বাধ্য হয়ে পার্কের নিরাপত্তা কর্মী ও পুলিশ ফাঁকাগুলি ছোড়ে। পরে প্রশাসনকে সহযোগিতা করতে এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা সেখানে পৌঁছালে উভয় পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ শুরু হয়। এ সময় হামলায় পার্কে বেড়াতে আসা দর্শনার্থী, নিরাপত্তা কর্মী, কর্মকর্তা, গাড়ি চালক, পরিবহন শ্রমিক ও এলাকাবাসীসহ অন্তত শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম রফিকুল ইসলাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ডিসি পার্কে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুস্কৃতকারীরা। তবে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।
চট্টগ্রাম জেলা প্রশাসনের এডিসি (সার্বিক) মো. কামরুজ্জামান বলেন, গাড়ি চালক ও তাদের লোকজন ডিসি পার্কে হামলা চালিয়ে প্রচুর ক্ষতি করেছে। এখন সেখানে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়েছে বলে জানান তিনি।
পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ