চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শীতলপুর ও বাঁশবাড়িয়ায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলাধীন মহাসড়কের শীতলপুর চৌধুরীঘাটা এলাকায় এক মোটর সাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে কেডিএস গ্রুপের একটি পণ্যবাহী গাড়ির নিচে ঢুকে পড়ে। এতে চাকার নিচে চাপা পড়ে মর্মান্তিক মৃত্যু হয় চানমিয়া (৫৫) নামে একজনের। তিনি ঢাকার দোহার থানার রাধানগর সিকদার বাড়ির মৃত দলিল উদ্দিনের ছেলে। সীতাকুণ্ডের মাদামবিবিরহাট নেভী রোডে অস্থায়ীভাবে বসবাস করছিলেন তিনি।
অন্যদিকে প্রায় একই সময়ে উপজেলাধীন মহাসড়কের বাঁশবাড়িয়া কোট্টা বাজার এলাকা অতিক্রমের সময় চট্টগ্রামমুখী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানের সামনে থাকা কয়েকজন চাপা পড়লে দুই নারী-পুরুষের মৃত্যু হয়।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মুমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় শীতলপুর চৌধুরীঘাটা ও বাঁশবাড়িয়া কোট্টা বাজার এলাকায় মোট তিনজনের মৃত্যু হয়ছে। তবে তাৎক্ষণিকভাবে তিনি বাঁশবাড়িয়ায় নিহতদের নাম জানাতে পারেননি।
এলাকাবাসী জানিয়েছেন নিহতদের একজনের নাম মানিক সওদাগর (৫০)। তিনি ঐ এলাকার একজন ব্যবসায়ী। অপরজনের নাম জানা যায়নি।
পূর্বকোণ/সৌমিত্র/জেইউ/পারভেজ