টেকনাফের শাহপরীর দ্বীপে যৌথ অভিযান চালিয়ে ইয়াবা, ফেন্সিডিল ও অস্ত্র উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ অভিযানে মাদক চোরাকারবারীরা পালিয়ে গেলেও মাদক পাচারে ব্যবহৃত ইঞ্জিন নৌকাও জব্দ করা হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাত ১টায় কোস্ট গার্ড ও র্যাব-১৫ শাহপরীর দ্বীপ সংলগ্ন সাবরাং খুরের মুখ সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে একটি ইঞ্জিনচালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড বোটটিকে থামার সংকেত দেয়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বোটটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ধাওয়া দিলে বোটটি সাবরাং খুরের মুখ সংলগ্ন সমুদ্র চরে আটকে যায় এবং বোটে থাকা মাদক কারবারীরা সাঁতার কেটে তীরে পালিয়ে যায়।
পরে সেই বোট থেকে একটি ব্যাগ ও বস্তা থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা, ৪ বোতল ফেনসিডিল এবং ২টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
পূর্বকোণ/পিআর/পারভেজ