চট্টগ্রাম রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

কুতুবদিয়ায় পানামা পতাকাবাহী জাহাজ আটক

কুতুবদিয়া সংবাদদাতা

৪ ফেব্রুয়ারি, ২০২৫ | ৪:৩২ অপরাহ্ণ

কক্সবাজারের কুতুবদিয়ার বহির্নোঙরে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহের সময় পানামার পতাকাবাহী একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

 

আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

তিনি জানান, গত ১ ফেব্রুয়ারি বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ কুতুবদিয়ার বহির্নোঙরে নিয়মিত টহলে জোরদার ছিল। ঠিক সেসময় সন্দেহজনক বাংলাদেশি ওয়েল ট্যাংকার ‘ওটি ইউনিয়ন’ পানামার পতাকাবাহী একটি বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এমটি ডলফিন-১৯’ থেকে জ্বালানি তেল আদান প্রদানের দৃশ্য লক্ষ্য করেন কোস্টগার্ড।

 

পরবর্তীতে কোস্টগার্ডের টহল দল জ্বালানি তেল সংগ্রহকারী বিদেশি জাহাজ এবং জ্বালানি তেল প্রদানকারী বাংলাদেশি ওয়েল ট‌্যাংকারে অবস্থানরত কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় জাহাজদ্বয় বহির্নোঙর করা এবং জ্বালানি তেল সংগ্রহ কিংবা প্রদানের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

 

বিদেশি ওই জাহাজটি মোংলা বন্দরে গমনের কথা থাকলেও ওই দিন সকাল ৭টার দিকে কুতুবদিয়ার বহির্নোঙরে নোঙর করে। পরে চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিদেশি জাহাজটি অবৈধভাবে একই দিন সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাংলাদেশি ওয়েল ট‌্যাংকার থেকে আনুমানিক ৩৫৬ মেট্রিক টন জ্বালানি তেল সংগ্রহ করে। এতে বাংলাদেশ সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। কোস্টগার্ড বিদেশি জাহাজটিকে আটক করে চট্টগ্রাম বহির্নোঙরে নিয়ে আসে।

 

তিনি আরও জানান, জ্বালানি তেল প্রদানকারী বাংলাদেশি ওয়েল ট‌্যাংকারটি বর্তমানে ৯ জন ক্রুসহ কোস্টগার্ডের তত্ত্বাবধানে রয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক মেরিন কোর্টের মাধ্যমে দেশি-বিদেশি জাহাজ দু’টিকে জরিমানাসহ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

 

 

 

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট