চট্টগ্রাম রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

পেকুয়া ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রশিদ গ্রেপ্তার

পেকুয়া সংবাদদাতা

৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:৩৬ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আমিনুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কুতুবপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তার মোহাম্মদ আমিনুর রশিদ পেকুয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

 

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বারবাকিয়া ইউনিয়নের কুতুবপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পেকুয়া থানায় একাধিক মামলা রয়েছে।

 

 

পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট