চট্টগ্রাম রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে আহত বন্যহাতির মৃত্যু

বাঁশখালী সংবাদদাতা

৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১১:১০ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে পাহাড় থেকে পড়ে আহত ২৫-৩০ বছর বয়সী এক বন্যহাতি মারা গেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাতিটি মারা যায়। এই ব্যাপারে রেঞ্জ কর্মকর্তা বাদী হয়ে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করেছে।

 

বন বিভাগ সূত্র জানায়, গত শনিবার (১ ফেব্রুয়ারি) বনবিভাগ জলদী রেঞ্জের আওতাধীন চাম্বল বন্যপ্রাণী অভয়ারণ্যে চাম্বল মৌজার মিতাইঝিরি গুন্ডার টেক এলাকায় একটি বন্যহাতি উঁচু পাহাড় থেকে পড়ে গুরুতর আহত হয়। বন বিভাগের লোকজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাতিটি উদ্ধার করে চিকিৎসার জন্য স্বাস্থ্য পরীক্ষা করান।

 

গতকাল রবিবার ডুলাহাজারা সাফারি পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত জুলকার নাঈন ঘটনাস্থলে গিয়ে হাতিটির চিকিৎসা শুরু করেন। হাতিটির পেছনের পা দুটি গুরুতর জখম হয়। মেরুদণ্ডে আঘাতজনিত কারণে নড়াচড়া বন্ধ হয়ে যায় ।

 

জলদি অভয়ারণ্যের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, হাতিটি মেরুদণ্ডে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এর পেছনের দুটি পায়ের আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। হাতিটি মাটিচাপা দেয়ার ব্যবস্থা চলছে। এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, হাতির মৃত্যুর ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি হয়েছে। থানার এক কর্মকর্তা বিষয়টি তদন্ত করে দেখবেন।

 

 

পূর্বকোণ/অভি/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট