চট্টগ্রাম সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ. লীগ নেতা ছালামত আলী গ্রেপ্তার

রাউজান সংবাদদাতা

৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:৪৯ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাউজান নোয়াপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ছালামত আলী।

 

আজ (৩ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের একটি দল রেয়াজ উদ্দীন বাজার থেকে তাকে গ্রেপ্তার করে।

 

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, ‘ছালামত আলীকে বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’ ছালামত আলীর বিরুদ্ধে রেয়াজউদ্দীন বাজারের ব্যবসায়ীরা নানা অভিযোগ এবং দলীয় ক্ষমতার অপ ব্যবহারের অভিযোগ করেছেন। নালার উপর মরিয়ম টাওয়ার নিমাণ এবং রেয়াজউদ্দীন বাজারের ব্যবসায়ীদের নানাভাবে ক্ষতিগ্রস্ত ও হয়রানিরও অভিযোগ আছে তার বিরুদ্ধে।

 

উল্লেখ্য, তিনি বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগরের সভাপতি, নবগঠিত সম্মিলিত ব্যবসায়ী পরিষদ চট্টগ্রামের আহবায়ক, রেয়াজউদ্দিন বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি, রেয়াজউদ্দিন বাজার দোকান মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং বিবি মরিয়ম ট্রাস্ট ও মরিয়ম টাওয়ারের চেয়ারম্যানও।

 

জানা যায়, ছালামত আলী এক সময় জাতীয় পাটি করতেন। পরে রাউজান থানা বিএনপিতে যোগ দিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হন। আওয়ামী লীগ সরকারের আমলে আ.লীগে যোগাদান করে পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য পদ লাভ করেন। তিনি বিএনপির হয়ে রাউজান উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদেও প্রতিদ্বন্দ্বিতা করেন। ছালামত আলী নোয়াপাড়া ইউপির ২ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া গ্রামের মৃত হাজী মুন্সি মিয়ার ছেলে। তিনি এক সময় নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান ছিলেন।

 

পূর্বকোণ/জাহেদ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট