চট্টগ্রাম শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

খাগড়াছড়িতে ‍যুবদল নেতাকে মারধর, উপজেলা আ. লীগ নেতা গ্রেপ্তার

খাগড়াছড়ি সংবাদদাতা

৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ১০:০৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউনিয়ন যুবদল নেতার উপর হামলার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল লতিফকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় দুটি মামলা রয়েছে।

 

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে মেরুন ইউনিয়নের যুবদল নেতা আইনুদ্দিনের ওপর হামলা করলে উত্তেজিত জনতা লতিফকে ধরে পুলিশে সোপর্দ করে।

 

দীঘিনালা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম জানান, ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হয়েছে। কিন্তু তাদের লোকদের ওপর দমন নির্যাতন বন্ধ করেনি। আজ আমাদের যুবদল নেতার ওপর হামলা করেছে। তিনি এই ঘটনার জন্য তীব্র প্রতিবাদ জানান।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

 

তিনি বলেন, গ্রেপ্তার আব্দুল লতিফ খাগড়াছড়ি সদর থানার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এছাড়াও আজ আইনুদ্দিন নামে একজনকে মারধর করলে উত্তেজিত জনতা তাকে ধরে পুলিশে দিয়েছে। মারধরের ব্যাপারে থানায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

পূর্বকোণ/জহুর/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট