চট্টগ্রাম শনিবার, ১৯ জুলাই, ২০২৫

সর্বশেষ:

আসামি অজ্ঞাত ২৫-৩০ জন

রাউজানে ব্যবসায়ী জাহাঙ্গীর হত্যা: ১১ দিনের মাথায় ছেলের মামলা

রাউজান সংবাদদাতা

৩ ফেব্রুয়ারি, ২০২৫ | ৯:০৪ অপরাহ্ণ

রাউজানে মসজিদে যাওয়ার পথে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডের ১১ দিকের মাথায় অবশেষে হত্যা মামলা দায়ের হয়েছে। তবে সুনির্দিষ্ট কোন আসামি নেই মামলার এজহারে। অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি রাখা হয়েছে মামলার এজাহারে।

 

আজ (৩ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে রাউজান থানায় এ হত্যা মামলা দায়ের করেন নিহত জাহাঙ্গীর আলমের ছেলে মাকসুদ আলম।

 

বিষয়টি নিশ্চিত করে থানার ওসি একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, নিহতের ছেলে মাকসুদ বিকেল তিনটায় মামলার এজাহার দিলে আমরা তা হত্যা মামলা হিসেবে নিয়েছি। আসামিদের চিহ্নিত এবং গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রাখা হয়েছে পুলিশের তরফ থেকে। প্রায় সব সময় অভিযান চালানো হচ্ছে সন্ত্রাসীদের ধরতে।

 

গত ২৪ জানুয়ারি শুক্রবার জুমার নামাজের আগে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আসদ আলী মাতব্বর পাড়া এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী মুহাম্মদ জাহাঙ্গীর আলমকে (৫৫) মসজিদে যাওয়ার পথে গুলি করে হত্যা করে। জাহাঙ্গীর নগরীর আসদগঞ্জের পাইকারী শুঁটকি ব্যবসায়ী ছিলেন। নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের সাবেক স্থানীয় ইউপি সদস্য আবু সৈয়দ মেম্বারের ছেলে। তিনি দুই ছেলে ও তিন মেয়ে সন্তানের বাবা।

 

পূর্বকোণ/জাহেদ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট