চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নে ডাকাতের হামলায় এক যুবক আহত হয়েছেন। এসময় ডাকাত দলের সদস্যরা টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
রবিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উত্তর হাজিরখীলের ফয়েজ আহমদ সওদাগর বাড়ির মোহাম্মদ মাইনুদ্দিন ননির বসতঘরে এ ঘটনা ঘটে।
আহত মোহাম্মদ মহিউদ্দিনকে (৩২) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ১৫-১৮ জনের ডাকাত দলের সদস্যরা দরজা ভেঙে ঘরে ঢুকে ডাকাতির চেষ্টা করে। তাদের বাধা দিলে মহিউদ্দিনকে কুপিয়ে জখম করে। ডাকাতরা ৫ ভরি স্বর্ণ, ৫টি মোবাইল ফোন, প্রায় ১ লাখ টাকাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।
আহত মহিউদ্দিনের ভাই মোহাম্মদ মাসুম বলেন, মহিউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক। ডাকাতির খবর ভূজপুর থানায় জানানো হয়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ দায়ের হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বকোণ/পিআর