চট্টগ্রাম শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

রাউজানে বাসচাপায় কিশোর আহত

রাউজান সংবাদদাতা

২ ফেব্রুয়ারি, ২০২৫ | ৮:১৭ অপরাহ্ণ

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজান নোয়াপাড়ায় শহরমুখী এবি ট্রাভেলস নামের বাসচাপায় এক কিশোর গুরুতর আহত হয়েছে। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়েছে।

 

এই ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাসটি আটক করে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে।

 

আহত কিশোরের নাম রিমন নাথ। তার বয়স ১২ বছর। তার বাড়ি রাউজান লাম্বুর হাটে। রাস্তা পার হওয়ার সময় বাসটি তাকে চাপা দেয়।

 

জানা যায়, ছেলেটি নোয়াপাড়া সিএনজি অটোরিকশা গ্যারেজে চাকরি করে। একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বাসটি রাস্তার পাশে থাকা ওই কিশোরকে চাপা দেয়।

 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

 

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট