চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে ৮ মামলার সাজাপ্রাপ্ত আসামি ১০ বছর পর গ্রেপ্তার  

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২৪ | ২:১৪ অপরাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারী থানার আট মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফয়েজ উল্লাহ প্রকাশ ফয়েজকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। ফয়েজ উল্লাহ হাটহাজারী থানার বড় মৌলানা সাহেবের বাড়ির মো. ওমর ফারুকের ছেলে।

 

সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে সাড়ে ৪টায় রাউজান উপজেলার জলিল নগর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‍্যাব-৭ এর ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডিয়া) মেজর মো. সাদমান সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বিকেল সাড়ে ৪টায় রাউজান থেকে আটক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফয়েজকে গ্রেপ্তার করা হয়েছে।  সে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১০ বছর ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।

 

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট