চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাঙামাটিতে গুলিতে আহত সেই চেয়ারম্যানের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২৪ | ১২:২৬ অপরাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা নির্বাচনের দিন গুলিতে আহত উপজেলার বড়থলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতুমং মারমা (৫১) মারা গেছেন।

বৃহস্পতিবার (৩০ মে) রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তংচঙ্গ্যা বলেন, গত ২১ মে উপজেলা পরিষদের নির্বাচনের দিন রাতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন আতুমং মারমা। এরপর থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালে থাকা ওয়ার্ড মেম্বার রাত ১২টায় আমাকে ফোন করে জানিয়েছেন তিনি মারা গেছেন।

জানা গেছে, ২১ মে রাত সাড়ে ১১টার দিকে বড়থলি পাড়ার একটি বাড়িতে রাতের খাবার খাচ্ছিলেন আতুমং। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় সেনা ক্যাম্পে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরদিন ভোরে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

ওইদিন রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক রুবেল জানিয়েছিলেন, তার গায়ে দুটি গুলি লেগেছে। এর মধ্যে হাতে লাগা গুলিটা ঢুকে বের হয়ে গেছে। তবে পায়ে লাগা গুলি থেকে গেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট