চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

বোয়ালখালীতে আরেক ইউপি সদস্যকে ছুরিকাঘাত

বোয়ালখালী সংবাদদাতা

৭ জানুয়ারি, ২০২৪ | ৫:২০ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ইউপি সদস্য পংকজ চন্দকে ছুরিঘাত করেছে দুর্বৃত্তরা। পংকজ চন্দ ফুলকপির সমর্থক বলে জানা গেছে।

 

রবিবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে সংর্ঘষে জড়ায় দুই গ্রুপ। এই সময় ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পংকজ চন্দ ছুরিকাহত হন।

 

স্থানীয়রা জানান, কেটলি প্রতীকের সমর্থক আমুচিয়া ইউপি চেয়ারম্যান কাজল দে’র লোকজনের সাথে ফুলকপি প্রতীকের সমর্থকরা সংঘর্ষের ঘটনা ঘটে।

 

আহত পংকজ চন্দকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন আমুচিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শান্তনু দাশ বলেন, ছুরিকাহত পংকজ চন্দকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি দেওয়া হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট