চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে ইউপি সদস্য সুরেশ চৌধুরীকে মারধর করেছে দুর্বৃত্তরা। এতে তার মাথা ফেটে যায়।
রবিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ সারোয়াতলী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
সুরেশ চৌধুরী স্বতন্ত্র প্রার্থী বিজয় কুমার চৌধুরী কিষানের সমর্থক বলে জানা গেছে।
আহত সুরেশ চৌধুরী বলেন, কেটলি প্রতীকের সমর্থকরা হঠাৎ হামলা চালিয়ে আমাদের মারধর শুরু করে। এতে আমার মাথা ফেটে যায়। পরে এলাকাবাসী তাদের ধাওয়া দিলে পালিয়ে যায়।
পূর্বকোণ/পিআর/এসি