চট্টগ্রাম শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

ছবি: জাকির হোসেন

পাহাড়ে আলো ছড়াচ্ছে পাওমাং স্কুল

অনলাইন ডেস্ক

২৮ নভেম্বর, ২০২৩ | ২:৫৯ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে আলো ছড়াচ্ছে পাওমাং নামের একটি স্কুল। পাওমাং অর্থ ফুলবাগান। পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার চাম্পাঝিরি পাড়ার পাওমাং শিশু সদন সম্প্রতি পা রেখেছে প্রতিষ্ঠার বারো বছরে। পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে কিছুটা হলেও পিছিয়ে থাকা ম্রো শিশু ছাড়াও এই বিদ্যালয় এবং সংলগ্ন হোস্টেলে শিক্ষালাভ করছে চাক, খুমি শিশুরা। পাহাড়ের এই পাওমাং স্কুলে সরকারি কারিকুলামকে বাস্তবভিত্তিক চর্চার মধ্য দিয়ে অভ্যাস করানো হয়। আর শিশুদের স্বনির্ভর করার চেষ্টা করা হয়।

 

পাওমাংয়ের শিশুরা শুধু লেখাপড়াতেই সীমাবদ্ধ না, পাশাপাশি বিভিন্ন কারিগরি দক্ষতাও শিখে নিচ্ছে। সরকারি কারিকুলামকে বাস্তবভিত্তিক চর্চার মধ্য দিয়ে শিশুদের স্বনির্ভর করার চেষ্টা করা হয় এখানে।

 

ম্রো আদিবাসীদের ঐতিহ্যবাহী পুঁতির গহনা বানানো, তাঁতে কাপড় বুনন, আদিবাসী নৃত্য এবং কারাতের আত্মরক্ষার কৌশল। তারা নিজেদের পোশাক নিজেরাই তৈরি করে। নিজেরা খাবার পরিবেশন করে। এছাড়াও ঐতিহ্য অনুসরণ করে শিখছে জুম চাষ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট