চট্টগ্রাম মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৪ | ১১:১০ পূর্বাহ্ণ

দৈনিক পূর্বকোণের প্রাক্তন সম্পাদক এবং দি পূর্বকোণ লিমিটেডের সাবেক চেয়ারম্যান স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। প্রায় ২৪ বছর দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করে ২০১৭ সালের এই দিনে চিরবিদায় নেন ৬৪ বছর বয়সী খ্যাতিমান এই সম্পাদক।

 

১৯৫৪ সালের ১ জানুয়ারি নগরীর আন্দরকিল্লা রেডক্রিসেন্ট হাসপাতালে (সাবেক মেটারনিটি হাসপাতাল) জন্মগ্রহণ করেন তসলিমউদ্দিন চৌধুরী। ২০১৭ সালের ১৫ নভেম্বর ঢাকার ধানমন্ডি রেনেসাঁ হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। দেশে আধুনিক সংবাদপত্রের পথিকৃৎ চট্টলদরদী মরহুম মোহাম্মদ ইউসুফ চৌধুরী এবং মরহুমা জোহরা বেগম চৌধুরী দম্পতির বড় ছেলে তসলিমউদ্দিন চৌধুরী। সেন্ট মেরিস ও সেন্ট প্লাসিডস স্কুল থেকে শিক্ষার প্রাথমিক-পর্ব সমাপ্ত করেন তিনি। এরপর ফৌজদারহাট ক্যাডেট কলেজে কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে বেড়ে ওঠা তসলিমউদ্দিন চৌধুরী ছাত্রজীবনে ছিলেন বিজ্ঞানের একনিষ্ঠ শিক্ষার্থী। স্থাপত্যবিদ্যার প্রতি প্রবল আকর্ষণের কারণে শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। প্রবল পাঠের নেশা তাকে স্থাপত্যবিদ্যার বাইরেও নানা বিষয়ে অগাধ পাণ্ডিত্যের অধিকারী করে তোলে।

 

স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী চিন্তায় ও মননে আধুনিক এবং ছিলেন স্পষ্টভাষী। তিনি ছিলেন দায়িত্বপ্রবণ ও ধর্মপ্রাণ একজন আলোকিত মানুষ। কর্মজীবনে নিরলস ব্যস্ততার মধ্যে থেকেও একইসাথে ছিলেন চিন্তা-চেতনায় সমাজসচেতন ও দায়বদ্ধ। দেশপ্রেমে ঋদ্ধ থেকে সমাজ ও রাষ্ট্রের অনেক গুরুদায়িত্বও বহন করে গেছেন। ছাত্রজীবন থেকে তিনি ছিলেন শিল্প-সাহিত্য-সংস্কৃতির একনিষ্ঠ অনুরাগী। ১৯৮৯ সালের ১ ফেব্রুয়ারি দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদক পদে স্থলাভিষিক্ত হন তসলিমউদ্দিন চৌধুরী। যোগ্য পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতার জন্য তাকে ২০০৭ সালের এপ্রিলে দি পূর্বকোণ লিমিটেডের চেয়ারম্যান পদে মনোনীত করা হয়। নিজস্ব প্রাতিষ্ঠানিক দায়িত্বের বাইরেও তিনি অসংখ্য শিক্ষা, সেবামূলক ও রাষ্ট্রীয় গুরুদায়িত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।

 

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও চিটাগাং স্টক এক্সচেঞ্জ লিমিটেডের পরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নগর উন্নয়ন কমিটির সদস্য, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, চিটাগাং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি, চিটাগাং ক্লাব লিমিটেডের সদস্য, চিটাগাং বোট ক্লাবের নির্বাহী কমিটির সদস্য, নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য, চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, বাংলাদেশ করোগেটেড কার্টন এন্ড এক্সেসরিজ এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের প্রথম সহ-সভাপতি ও এডভাইজার, ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশনের প্রেসিডেন্ট, চট্টগ্রাম সংবাদপত্র পরিষদের সদস্য, চট্টগ্রাম ডায়াবেটিক এসোসিয়েশনের আজীবন সদস্য, বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সদস্য, স্যার মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম পরিষদের প্রেসিডেন্ট, চিটাগাং ডেইরি ফার্ম এসোসিয়েশনের প্রেসিডেন্ট, চাটগাঁ ভাষা পরিষদের উপদেষ্টা, রাউজান মডেল ইনস্টিটিউট ও ঢেউয়া হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট