চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ মে, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় অভিযানে ২ লাখ টাকার জাল জব্দ

আনোয়ারা সংবাদদাতা

২৩ অক্টোবর, ২০২৩ | ৯:৫১ অপরাহ্ণ

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে সাগরে চলছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এদিকে নিষেধাজ্ঞা কার্যকর করতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মৎস্য অফিসের অভিযানে ২ লাখ টাকা মূল্যের ২০ হাজার মিটার অবৈধ পেকুয়া জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত এসব জাল পুড়িয়ে ফেলা হয়।

 

সোমবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার বঙ্গোপসাগর ও সাঙ্গুর মোহনায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব ডা. আবুল কাশেম মোহাম্মদ কবির। এ সময় চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক, জরিপ কর্মকর্তা মাহাবুবুর রহমান, কোস্টগার্ড সিজি স্টেশন সাংগু গহিরা কন্টিজেন্ট কমান্ডার মো. সাজু, বার আউলিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হালিম উপস্থিত ছিলেন।

 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন, সরকার ঘোষিত ইলিশের প্রধান প্রজনন মৌসুম সাগরে নিষেধাজ্ঞা কার্যকর করতে আমাদের মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট