চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

বোয়ালখালীতে পুকুরে বিষ দিয়ে লাখ টাকার মাছ নিধন

বোয়ালখালী সংবাদদাতা

৬ মে, ২০২৪ | ২:৩৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি পুকুরে বিষ দিয়ে প্রায় দেড় লাখ টাকার মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পাওয়ায় পালিয়ে যায় মাছ চোরের দল।

 

রবিবার (৫ মে) দিবাগত রাত দেড়টার দিকে বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদণ্ডী ৪ নম্বর ওয়ার্ডের দত্তপাড়ায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, রাতে চোরেরদল পুকুরের আশেপাশে অবস্থান করে বিষ প্রয়োগ করে। এ সময় পাড়ায় বহিরাগতদের উপস্থিতি দেখে স্থানীয়রা ঘর থেকে বেরিয়ে আসলে চোরের দল পালিয়ে যায়।

 

পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ বলেন, রাত দেড়টার দিকে চোরের দল দত্তপাড়ার ডা. রজত বিশ্বাসের পুকুরে বিষ দেয়। স্থানীয়রা বিষয়টি টের পাওয়ায় চোরের দল পালিয়ে যায়। তবে বিষের কারণে পুকুরে সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট