চট্টগ্রাম রবিবার, ১৯ মে, ২০২৪

বোয়ালখালীতে কালবৈশাখী ঝড়ে আহত ৪

বোয়ালখালী সংবাদদাতা

৬ মে, ২০২৪ | ৬:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে বজ্রাহতসহ কালবৈশাখী ঝড়ে গাছের ডাল পড়ে ও ঘরের চাল থেকে পড়ে অনন্ত চারজন আহত হয়েছেন।

 

সোমবার (৬ মে) বিকেল পৌনে ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সঞ্জয় সেন।

 

জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আজমাইন ইকতিদার বলেন, উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা গ্রামের মৃত লাল মোহন চৌধুরীর ছেলে উত্তম চৌধুরী (৫৫) বজ্রাঘাতে ঝলসে গেছেন। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

 

বৈদ্যুতিক মিটার পড়ে পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী গ্রামের সারিকা সানাউল্লাহ (৩৩) নামের এক মহিলা মাথায় আঘাত পেয়েছেন। তার মাথায় ৪টি সেলাই দিতে হয়েছে।

 

এছাড়া গাছ পড়ে সারোয়াতলী ইউনিয়নের মো. নাসিমা আকতার (৩৬) ও ঘরের ছাউনি ঠিক করতে গিয়ে নিচে পড়ে আহত হন পোপাদিয়ার সৈয়দপুর গ্রামের রাশেদা বেগম (৫০)। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।

 

 

পূর্বকোণ/পূজন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট