চট্টগ্রাম মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪

দৃষ্টিনন্দন আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বর উদ্বোধন কর্ণফুলীতে

নিজস্ব সংবাদদাতা

২৫ জুন, ২০২৩ | ১২:৫১ অপরাহ্ণ

কর্ণফুলী শাহ আমানত সেতুর দক্ষিণপ্রান্তে (নতুন ব্রিজ) কর্ণফুলী উপজেলার প্রবেশমুখে গড়ে উঠেছে দৃষ্টিনন্দন চত্বর। যেটির নামকরণ করা হয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর প্রয়াত সদস্য ও বেসরকারি ব্যাংক ইউসিবির প্রতিষ্ঠাতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর নামে। শনিবার রাত সাড়ে আটটায় এর উদ্বোধন করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের অর্থয়ানে ২ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই স্থাপনা। তত্ত্বাবধান করে কর্ণফুলী উপজেলা পরিষদ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পটিয়ার সংসদ সদস্য হুইপ শামসুল হক চৌধুরী, চন্দনাইশ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, দক্ষিণ জেলা আ. লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাবেক এমপি চেমন আরা তৈয়ব, কর্ণফুলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম চৌধুরী, ইউএনও মামুনুর রশীদ, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, জেলা পিপি এডভোকেট আবদুর রশিদ, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, বোয়ালখালী পৌরসভা মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা আ. লীগ সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, ভাইস চেয়ারম্যান আমির আহমদ, নারী ভাইস চেয়ারম্যান ডা. মমতাজ বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পিযুষ কুমার চৌধুরী, রাশেদ মনোয়ার, প্রদীপ দাশ, আকম শামসুজ্জামান, ভিপি জাফর আহমদ, ফজলুল করিম বাবুল প্রমুখ। দৃষ্টিনন্দন প্রবেশ ফটক আর মনোরম সাজে সাজানো আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বরটি নজর কাড়ছে সবার।

 

মনোমুগ্ধকর পরিবেশে নবনির্মিত চত্বরে হরেক রঙের পানির ঝর্ণা, সবুজে ঘেরা ফুল বাগান, প্রায় ১১৮ ফিট চত্বরের দুইপাশের আখতারুজ্জামান চৌধুরী বাবু এমপির নান্দনিক দুইটি ছবি রয়েছে। যেগুলোর উচ্চতা ২১ ফিট আর দৈর্ঘ্য ১২ ফিট। উদ্বোধনের পর চত্বরটির সৌন্দর্য দেখতে লোকজনকে ভিড় করতে দেখা যায়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট