চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

সর্বশেষ:

১৭৯ রানের বড় জয়ে সিরিজ বাংলাদেশের

১৭৯ রানের বড় জয়ে সিরিজ বাংলাদেশের

অনলাইন ডেস্ক

২৩ অক্টোবর, ২০২৫ | ৭:৪৮ অপরাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিয়ে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ১৭৯ রানের বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। মিরপুরে ২৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানরা মাত্র ১১৭ রানেই অলআউট হয়ে যায়। এর আগে সৌম্য সরকার (৯১ রান) ও সাইফ হাসানের (৮০ রান) ১৭৬ রানের রেকর্ড গড়া জুটির ওপর ভর করে বাংলাদেশ ২৯৬ রানের বড় পুঁজি গড়েছিল। এই দাপুটে জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিল মেহেদী হাসান মিরাজের দল।

টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইনিংসের শুরুটা করেন সৌম্য-সাইফ জুটি। তাদের আক্রমণাত্মক ব্যাটিংয়ে উইন্ডিজ বোলাররা দিশেহারা হয়ে পড়ে। প্রায় ১০ বছর পর মিরপুরে দেখা যায় দেড়শোর্ধ্ব ওপেনিং জুটি। সাইফ হাসান আউট হন ৭২ বলে ৮০ রান করে, আর সৌম্য সরকার সেঞ্চুরি বঞ্চিত হয়ে ৮৬ বলে ৯১ রান করে বিদায় নেন।

দুই ওপেনারের বিদায়ের পর রানের গতি কিছুটা কমলেও, নুরুল হাসান সোহান (৮ বলে ১৬) এবং মেহেদী হাসান মিরাজ (১৭ বলে ১৭) শেষদিকে ব্যাট চালিয়ে দলের সংগ্রহ ২৯৬ রানে পৌঁছে দেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আকিল হোসেন সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন।

২৯৭ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের স্পিনারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে ওয়েস্ট ইন্ডিজ। নাসুম আহমেদ একাই উইন্ডিজের টপ অর্ডারের আলিক আথানাজে, ব্রেন্ডন কিং এবং আকিম আগুস্তেকে ফিরিয়ে দিয়ে প্রথম ধাক্কা দেন। মাত্র ৩৫ রানেই ৩ উইকেট হারায় সফরকারীরা।

অধিনায়ক শাই হোপের (৪ রান) উইকেট নেন তানভীর ইসলাম। এরপর রিশাদ হোসেন ৩ উইকেট তুলে নিয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে ধস নামান। রিশাদের শিকার শেরফান রাদারফোর্ড ও রোস্টন চেসের মতো ব্যাটাররা।

পূর্বকোণ/

শেয়ার করুন