চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পরিসংখ্যানে তাকাই না, আমার কাছে দলই আগে: সাকিব

ক্রীড়া ডেস্ক

৪ অক্টোবর, ২০২৩ | ৮:৪৪ অপরাহ্ণ

অপেক্ষার পালা শেষ হচ্ছে, আগামীকাল থেকে মাঠে গড়াবে ক্রিকেটের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ।। উদ্বোধনী দিনে মাঠে নামবে গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।

 

তার আগে আহমেদাবাদে আজ বুধবার (৪ অক্টোবর) ১০ দলের অধিনায়ক নিয়ে ‘ক্যাপ্টেন্স ডে’ আয়োজন করে আইসিসি। যেখানে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান উপস্থিত ছিলেন।

 

আহমেদাবাদে ক্যাপ্টেনস ডেতে এমন প্রশ্নের জবাবে সাকিব বলেন, ‘না (চাপ আছে কিনা), একেবারেই না। আমার মনে হয় ভালো করতে এটা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে আমি কখনই পরিসংখ্যান দেখি না। আমি সবসময় দলের জন্য অবদান রেখেছি। আমার কাছে দলই আগে। পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি।’

 

২০১৯ বিশ্বকাপের পর থেকেই দারুণ ছন্দে আছে বাংলাদেশ। সাউথ আফ্রিকাকে তাদের মাটিতে হারানোর পাশাপাশি ঘরের মাঠে টাইগাররা হারিয়েছে ভারতের মতো দলকে। আইসিসির ওয়ানডে সুপার লিগে ১৫৫ পয়েন্ট নিয়ে তিনে ছিল বাংলাদেশ। যেখানে তাদের পেছনে ছিল ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার মতো দল।

 

বিশ্বকাপে এর আগে এখন পর্যন্ত সর্বোচ্চ কোয়ার্টার ফাইনালে খেলেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের মানুষ সেমিফাইনাল কিংবা ফাইনালে দেখতে চায় সাকিবদের। সেটাই মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। সাকিব জানান, বিশ্বকাপে ভালো করতে দল হিসেবে তারা প্রস্তুত।

 

সাকিব বলেন, ‘আমার মনে হয় আমরা ভালোভাবে প্রস্তুত। আমরা যদি ২০১৯ বিশ্বকাপের পর থেকে সবশেষ চার বছরের কথা বলি খুব সম্ভবত আমরা বাছাই পর্বের (ওয়ানডে সুপার লিগ) পয়েন্ট সিস্টেমে তৃতীয় বা চতুর্থ ছিলাম (তৃতীয়)। দল হিসেবে আমরা বেশ ভালো করেছি। এখন আমাদের সময় এসেছে বিশ্বকাপে ভালো কিছু করে দেখানো। আমার মনে হয় আমাদের দল প্রস্তুত এবং আমরা আগে যা করেছি দেশের মানুষ তার চেয়ে বেশি কিছু প্রত্যাশা করছে।’

 

রেকর্ড-অর্জনে নিঃসন্দেহে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। পরিসংখ্যানে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারও তিনি। সাম্প্রতিক সময়ে খেলতে নামলেই সাবেক তারকাদের রেকর্ড ভাঙছেন বাংলাদেশের অধিনায়ক।

 

বাংলাদেশ যখন খাদের কিনারায় পড়েছে তখনই ব্যাটে-বলে পারফর্ম করেছেন সাকিব। এখন পর্যন্ত লাল-সবুজের জার্সিতে তিন সংস্করণ মিলে ১৪ হাজারের বেশি রান করেছেন বাঁহাতি এই ব্যাটার। বোলিংয়ে সাকিব নিয়েছেন ৬৮১ উইকেট। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার এবং অধিনায়ক হিসেবে খেলার কারণে চাপ আছে কিনা এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছিল সাকিবকে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট