চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

‘ইন্ডিয়ান সিরিয়ালের মতো নাটক বানাচ্ছে বিসিবি’

অপেক্ষা মাত্র ৫ দিনের

স্পোর্টস ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:৫৮ অপরাহ্ণ

বিশ্বকাপে ভালো কিছুর প্রত্যাশায় এই মুহূর্তে ভারতে অবস্থান করছে টাইগাররা। সেখানে গতকালই প্রস্তুতি ম্যাচে শ্রীলংকাকে মোকাবেলা করে সাকিব আল হাসানরা। তবে বিশ্বকাপ স্কোয়াড থেকে তামিম ইকবালকে বাদ দেয়া ইস্যুতে দেশের ক্রিকেটাঙ্গনে ঝড়ই বইছে। তাতে যোগ দিয়েছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটও।

 

তামিম ইকবাল ও সাকিব আল হাসান ইস্যুতে চলতি ঘটনা প্রবাহকে নাটকের সঙ্গে তুলনা করেছেন পাইলট। নিজের ফেসবুক পেইজে লাইভে পাইলট বলেন, আমি আসলে একটু বিরক্তই বলতে গেলে। আসলেই এটা একটা নাটক। নাটকের মতোই ঘটনা। এভাবে আসলে টিম বানানো বা টিম ওয়ার্ল্ড কাপ খেলতে যাবে…! এটা তো গত তিন বছর ধরে, চার বছর ধরে, গত ওয়ার্ল্ড কাপের পর যে এতো দামি দামি কোচ নিয়োগ করা হলো, এতো দামি ম্যানেজমেন্ট, এসিস্ট্যান্ট বোলিং কোচ, ব্যাটিং কোচ, এই কোচ-সেই কোচ নিয়োগ হলো…টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ!

 

২০০৩ বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেওয়া পাইলট বলেন, টিমকে নিয়ে আমি কোনো আলোচনা-সমালোচনা করব না। কারণ তারা এখন মিশনে চলে গেছে। আমরা দোয়া করি, যেন তারা ভালো খেলে। তারা যেন আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসে। কিন্তু যেভাবে প্রিপারেশনটা হলো, তাতে কি ভালো প্রিপারেশন মনে হলো আপনাদের কাছে? আপনাদের কাছে আমার প্রশ্ন, এটা কি ভালো প্রিপারেশন? পাইলট বলেন, দুয়েকজন মানুষ আছেন যারা এই নাটকটা বানাচ্ছেন। ইন্ডিয়ান সিরিয়ালগুলোয় যেমন নাটক হয়, সেরকম একটা নাটক বানাচ্ছেন। এই নাটকটা আসলে ক্রিকেটের জন্য ভালো নয়। এটা খুবই দুঃখজনক এবং আমি মনে করি, আমাদের কাছে এমন নাটক সাধারণ মানুষ আশা করে না। বিশেষ করে আপনারা যেভাবে তামিমকে পঁচাচ্ছেন, তামিম পাঁচটা ম্যাচের বেশি খেলবে না। আবার আরেকভাবে সাকিবকে ব্যঙ্গ করা হচ্ছে। সাধারণ মানুষকে তো আসলে বোকা বানানো হচ্ছে।

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট