চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে সাকিব, প্রথম ম্যাচে অনিশ্চিত!

ক্রীড়া ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০২৩ | ৪:০১ অপরাহ্ণ

আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে। আজ শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে টাইগাররা। তবে লঙ্কানদের বিপক্ষে আজকের ম্যাচে খেলতে পারবেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান।

দলীয় সূত্রে জানা গেছে, গুয়াহাটিতে প্রথম প্রস্তুতি ম্যাচের আগের রাতে ফুটবল খেলতে গিয়ে বা পায়ে ব্যথা পেয়েছেন সাকিব। তার পা অনেকটাই ফুলে গেছে বলে খবর পাওয়া গেছে। যে কারণে আজ শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে খেলছেন না তিনি।

উল্লেখ্য, শ্রীলঙ্কার বিপক্ষে আজকের ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করছেন মেহেদী মিরাজ। লঙ্কানদের বিপক্ষে আজকের ম্যাচে টসে হেরে ফিল্ডিং করছে বাংলাদেশ।

এদিকে, সাকিবের চোট নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিবি।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট