সিরিজ বাঁচানোর ম্যাচেও বাংলাদেশের ব্যাটিংটা ঠিকঠাক হলো না। প্রথমবারের মতো অধিনায়কত্ব করতে নামা নাজমুল হোসেন শান্ত ছাড়া কেউই পারলেন না দলের হাল ধরতে। তাতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ বাঁচানোর লড়াইয়ে আগে ব্যাট করে চ্যালেঞ্জিং স্কোরও গড়তে পারল না টাইগাররা।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার দলপতি নাজমুল হোসেন শান্ত। এই বাঁহাতি ক্যারিয়ারে যখন নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি তখন গোটা দেশের দৃষ্টি অবশ্য অন্যদিকে। বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ দলে যে দ্বন্দ্বের আভাস। সাকিব-তামিম দ্বন্দ্বে টাইগারদের দল ঘোষণা আটকে গেছে শেষদিনেও।
দলে চারটি পরিবর্তন নিয়ে খেলতে নামে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে মরিয়া টাইগাররা এদিন শান্তর পাশাপাশি দলে ফেরায় মুশফিকুর রহিমকেও। এছাড়া এদিন অভিষেক হয় উইকেটকিপার-ব্যাটার জাকির হাসানের। তাতেও ব্যাটিংটা সুবিধার হয়নি। ৩৪.৩ ওভারে মাত্র ১৭১ রানে গুটিয়ে গেছে টাইগাররা। এদিন বুক চিতিয়ে একাই লড়েছেন অধিনায়কত্ব পাওয়া শান্ত। পাঁচ ম্যাচ পর দলে ফিরেও ব্যাটে ছিল না ছন্দপতনের আভাস।
পূর্বকোণ/জেইউ/পারভেজ