চট্টগ্রাম সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

এমি মার্টিনেজের পর ঢাকায় আসছেন রোনালদিনহো!

ক্রীড়া ডেস্ক

২০ সেপ্টেম্বর, ২০২৩ | ১০:৫২ অপরাহ্ণ

কয়েক মাস আগেই বাংলাদেশে এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আবারও সুখবর বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য। এবার বাংলাদেশ সফরে আসছেন ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান তারকা ফুটবলার রোনালদিনহো।

 

জানা গেছে, আগামী মাসে বাংলাদেশ সফরে আসবেন রোনালদিনহো। দিনক্ষণ চূড়ান্ত না হলেও কিংবদন্তি ব্রাজিলিয়ান মিডফিল্ডার রোনালদিনহো আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে পা রাখতে পারেন।

 

রোনালদিনহোর সংক্ষিপ্ত বাংলাদেশ সফরের সম্ভাব্য কার্যক্রম নিয়েও এখন পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি। মূলত এ কারণেই রোনালদিনহোর বাংলাদেশ সফর নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

 

বরাবরের মতো, এবারও উদ্যোগ এসেছে কলকাতা থেকে। আগামী মাসে পশ্চিমবঙ্গের মানুষ উদযাপন করবে হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। সেই উৎসবকে কেন্দ্র করেই পূজার আগে কলকাতায় এই ব্রাজিলিয়ান কিংবদন্তিকে আনতে চান উদ্যোক্তা ও স্পোর্টস প্রোমোটর শতদ্রু দত্ত। সব ঠিক থাকলে অক্টোবরেই কলকাতার মাটিতে পা রাখবেন বার্সেলোনা ও ব্রাজিল কিংবদন্তি রোনালদিনহো।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট