চট্টগ্রাম সোমবার, ২৩ জুন, ২০২৫

সর্বশেষ:

দ্রুত নির্বাচন স্বচ্ছ-সুষ্ঠু হবে না, কলঙ্কে পরিণত হবে: সারজিস আলম
এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ নেতৃবৃন্দ

দ্রুত নির্বাচন স্বচ্ছ-সুষ্ঠু হবে না, কলঙ্কে পরিণত হবে: সারজিস আলম

অনলাইন ডেস্ক

২৬ মে, ২০২৫ | ৮:২৫ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,‘নির্বাচন দ্রুত দিতে হবে—এটা কথা হতে পারে না। বরং, কথা এটি হতে পারে যে নির্বাচন স্বচ্ছ-সুষ্ঠু হওয়ার জন্য সামগ্রিক প্রক্রিয়াগুলো সম্পন্ন করে বিচার এবং সংস্কার পাশাপাশি চালিয়ে গিয়ে যখন এই সুষ্ঠু-স্বচ্ছ নির্বাচন দেওয়ার উপযুক্ত সময় হবে। অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী জুনের মধ্যে তখন যেন এটি হয়। দ্রুত নির্বাচন হবে, স্বচ্ছ সুষ্ঠু হবে না। তাহলে ওই নির্বাচন অভ্যুত্থান–পরবর্তী সময়ে একটি কলঙ্কে পরিণত হবে। সেটি আমরা আমাদের জায়গা থেকে চাইতে পারি না।’

 

আজ সোমবার দুপুরে নীলফামারীর ডোমার উপজেলা শহরে জনসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক পথসভায় সারজিস আলম এ কথাগুলো বলেন। নীলফামারীর ছয় উপজেলায় এনসিপির পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি ডোমার থেকে শুরু করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, আতিক মুজাহিদ, যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, সাদিয়া ফারজানা, আসাদুল্লাহ আল গালিব, আবু সাঈদ লিওন প্রমুখ।

 

আওয়ামী লীগের প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ উল্লেখ করে সারজিস আলম পথসভায় বলেন, ‘এই বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ নেই। খুনি হাসিনার ফিরে আসার সুযোগ নেই। আসলে একটা কারণে আসবে, বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আসবে।’ বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রতি অনুরোধ জানিয়ে সারজিস বলেন, ‘আমরা নিজেদের ভেতরে বিভাজন তৈরি করে এমন কোনো অযৌক্তিক অপ্রাসঙ্গিক কথা যেন না বলি। সরকারে যাঁরা আছেন, তাঁরা কেউ সরাসরি কোনো দলের প্রতিনিধি নন। তাঁরা গণ-অভ্যুত্থানের প্রতিনিধি এবং এই রাজনৈতিক দলগুলোর পরামর্শক্রমে তাঁরা ওই সরকারে জায়গা পেয়েছেন।’

 

এনসিপি নেতা সারজিস আলম আরও বলেন, ‘আমরা বিগত ১৬ বছরের রাজনৈতিক কালচার দেখেছি। এই খুনি হাসিনা থেকে শুরু করে তাঁর দোসররা অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীদের অনেক ছোট করে কথা বলেছে, অনেক খারাপ ভাষা ব্যবহার করেছে। কিন্তু এখন আমরা কিছু রাজনৈতিক দলের কিছু সিনিয়র নেতাদের একই ভাষায় কথা বলতে দেখছি। আমরা স্পষ্ট করে একটা কথা বলি, যেই ভাষায় এত দিন ধরে আপনাদের ওপর জুলুম করা হয়েছে, এই ভাষার চর্চা যদি আপনারা আবার করেন, জনগণ আপনাদের ছুড়ে ফেলবে। আপনারা যদি আবারও ওই কালচার সেট করেন, অন্য কারও দ্বারা ওই কালচারের শিকার আপনারাও হবেন। কিন্তু এই তরুণ প্রজন্ম ওই কালচার আর সেট করতে দেবে না। এ জন্য কথা বলার সময় সাবধানে কথা বলবেন। আপনার ভাষা ঠিক করবে আপনি আমার মুরব্বি কি না, আপনি আমার থেকে শ্রদ্ধা বা সম্মান পাবেন কি না।’

 

পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচির প্রেক্ষাপট তুলে ধরে সারজিস আলম বলেন, ‘এনসিপির উত্তরাঞ্চলের সাংগঠনিক কার্যক্রমের যে নতুন যাত্রা, সেই যাত্রায় আজকে আমরা প্রথম নীলফামারীর ডোমার উপজেলায় এসেছি। আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলা ইউনিয়নে যেতে চাই। বাংলাদেশের মানুষের কাছে শুনতে চাই এবং সেই কথাগুলো বাংলাদেশের জাতীয় সংসদে তুলে ধরতে চাই। সেই কথাগুলো যেন আইনে বাস্তবায়িত হয়। সেগুলো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব।’

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট