আগামী বছরের জুনের পর এক দিনও দায়িত্বে থাকবেন না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এই সময়ের মধ্যেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও তিনি জোর দিয়ে জানান।
রবিবার (২৫ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম সাংবাদিকদের এ কথা জানান।
নেতাদের উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন,আমি যত দিন দায়িত্বে আছি দেশের কোনো অনিষ্ট হবে, এমন কানো কাজ আমাকে দিয়ে হবে না, নিশ্চিত থাকেন। আমরা বড় যুদ্ধাবস্থার ভেতরে আছি। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে অস্থিতিশীল করার জন্য যতরকমভাবে পারে চেষ্টা করছে। এটা থেকে আমাদের রক্ষা করতে হবে। তারা এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছে না। বিভাজন থেকে আমাদের উদ্ধার পেতে হবে। ঐকমত্য থাকতে হবে। আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে আমরা যতটুকু দাড়াতে পেরেছি এটা যেন সামনের দিকে যায়।
প্রেস সচিব প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে বলেন, সুষ্ঠু নির্বাচন করতে না পারলে আমি অপরাধী অনুভব করবো। মহান সুযোগ পেয়েছে অভ্যুত্থানের কারণে। ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরপর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতর ও বাইরে। যাতে আমরা এগোতে না পারি।
পূর্বকোণ/পিআর