চট্টগ্রাম শনিবার, ১৪ জুন, ২০২৫

সর্বশেষ:

করিডর ও বন্দর বিষয়ে আমরা না বলেছি: জামায়াত আমির
মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা

করিডর ও বন্দর বিষয়ে আমরা না বলেছি: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

২৫ মে, ২০২৫ | ৭:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাখাইনে মানবিক করিডর ও চট্টগ্রাম বন্দর বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার বিষয়ে আমরা না বলেছি। দেশের স্বার্থের বিরুদ্ধে আমরা কোনো কিছুতে হ্যাঁ বলব না। দেশের স্বার্থ যেখানে বিক্রি হবে, সেখানে নো। নির্বাচিত সরকারের যদি এ ধরনের কোনো ইস্যু থাকে তাহলে পার্লামেন্ট সেই সিদ্ধান্ত নেবে।

 

রবিবার মৌলভীবাজারের কুলাউড়ায় চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির এসব কথা বলেন।

 

ডা. শফিকুর রহমান আরও বলেন, শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তাবনা প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা হয়েছে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।

 

চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং তাদের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে ডা. শফিকুর বলেন, চা শ্রমিকদের দায়িত্বও সরকারকে নিতে হবে। সরকারে যারা যায় তারা কি শ্রমিকদের ভোট নেন না। যদি নিয়ে থাকেন তাদেরকেও অন্যান্য নাগরিকদের মতো সমান সুযোগ দিতে হবে। চা-শ্রমিকরা এখনও মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট