চট্টগ্রাম রবিবার, ১৫ জুন, ২০২৫

সর্বশেষ:

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ১২১ জনকে ঠেলে পাঠাল বিএসএফ
পুশইনের পর আটক বাংলাদেশি নাগরিক

মৌলভীবাজার সীমান্ত দিয়ে আরও ১২১ জনকে ঠেলে পাঠাল বিএসএফ

অনলাইন ডেস্ক

২৫ মে, ২০২৫ | ৬:১২ অপরাহ্ণ

সিলেটের পাশপাশি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু ও পাল্লার তল সীমান্ত দিয়েও তিন ভাগে ১২১ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে (পুশইন) ভারতের সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

 

রোববার ভোরে তাদের পুশইন করা হয় বলে জানিয়েছেন স্থানীয় শাবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন ।

 

তাদের মধ্যে ৭৯ জনকে উপজেলার লাতু সীমান্ত দিয়ে এবং পাল্লার তল সীমান্ত দিয়ে ৪২ জনকে পুশইন করা হয়েছে। এছাড়া সিলেট জেলার বিয়ানীবাজার নোয়াগাঁও সীমান্ত দিয়ে ঠেলে দেওয়া হয়েছে ৩২ জনকে।

 

ঠেলে দেওয়াদের মধ্যে নারী ও পুরুষ ছাড়া শিশুরাও আছে। পরে তাদেরকে স্থানীয় একটি বিদ্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করে বিজিবি। জিজ্ঞাসাবাদ শেষে আটকৃকতদের অধিকাংশের বাড়ি কুড়িগ্রামে বলে জানানো হয়।

 

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, আটককৃতদের রোববার দুপুরে বড়লেখা থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি। তাদের ঠিকানা নিশ্চিত হয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট