চট্টগ্রাম শনিবার, ২১ জুন, ২০২৫

সর্বশেষ:

হজে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১৮ বাংলাদেশি

হজে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১৮ বাংলাদেশি

সৌদি আরব সংবাদদাতা

২২ মে, ২০২৫ | ১:২৯ অপরাহ্ণ

পবিত্র হজ পালনে এ বছর সৌদি আরবে গিয়ে ৬২ জন বাংলাদেশি অসুস্থ হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও হজ পালনে গিয়ে এখন পর্যন্ত ৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

 
বৃহস্পতিবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিন থেকে জানা গেছে এসব তথ্য।

 
বুলেটিনে বলা হয়েছে, সৌদি আরবে সরকারি হাসপাতাল থেকে চিকিৎসাপ্রাপ্ত মোট হজ যাত্রীর সংখ্যা ৬২ জন। সেখানে বর্তমানে ভর্তি হজযাত্রীর সংখ্যা ১৮ জন। এছাড়া সৌদি আরবের চিকিৎসাকেন্দ্র থেকে দেওয়া স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্রের সংখ্যা ২০ হাজার ৩৬৭টি। হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সর্বমোট ৯ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে আটজন পুরুষ এবং একজন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন চারজন ও মদিনায় পাঁচজন।

 

গত ২৯ এপ্রিল হজ ফ্লাইট শুরুর পর থেকে এ পর্যন্ত সর্বমোট ৫২ হাজার ৬৯০ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি মাধ্যমে গিয়েছেন চার হাজার ৫৮৩ জন এবং বেসরকারি মাধ্যমে গিয়েছেন ৪৮ হাজার ১০৭ জন হজযাত্রী। সৌদি আরবে হজযাত্রীদের নিয়ে শেষ ফ্লাইটটি যাবে ৩১ মে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট