চট্টগ্রাম রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২৫

সর্বশেষ:

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ

অনলাইন ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২৫ | ৫:৩৫ অপরাহ্ণ

২০২৪-২৫ শিক্ষাবর্ষে দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ভর্তিতে অনুষ্ঠিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৯৫ জন।

 

রবিবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার পর এমবিবিএস ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করা হয়।

 

এ বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬০ হাজার ৯৫ জন। পাসের হার ৪৫ দশমিক ৬২ শতাংশ। ফলাফলে দেখা গেছে, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হয়েছেন ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থী।

 

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল পাবেন যেভাবে

 

এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন। পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য পাওয়া যাবে। এছাড়া উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদনের সময় দেয়া মোবাইল নম্বরে ক্ষুদে বার্তা পাঠিয়েও ফল জানিয়ে দেয়া হবে।

 

পূর্বকোণ/জেইউ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট