এ সপ্তাহেই অর্থনীতি বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
আজ মঙ্গলবার যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য ফিনানশিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।
দ্য ফিনানশিয়াল টাইমসকে যুক্তরাষ্ট্রের রাজস্ব ও অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থায়নবিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান বলেন, ‘যুক্তরাষ্ট্র আশাবাদী যে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক ভঙ্গুরতা দূর করতে সক্ষম হবে এবং নিরবচ্ছিন্ন প্রবৃদ্ধি ও উন্নয়ন নিশ্চিতে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারবে।’
সংবাদমাধ্যমটি আরও জানায়, যুক্তরাষ্ট্রের অর্থ, পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তরের কর্মকর্তারা বাংলাদেশের আর্থিক ও মুদ্রানীতি নিয়ে আলোচনা করবে বলে আশা করা যাচ্ছে। একই সঙ্গে, দেশটির আর্থিক খাতের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে।
প্রতিবেদন মতে, আগামী শনি ও রবিবার ঢাকায় এই আলোচনা অনুষ্ঠিত হবে।
পূর্বকোণ/এএইচ