রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন শহীদ এএইচএম কামারুজ্জামান হলের একটি ছাদ ধসে পড়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক আসাবুল হক।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর সোয়া ১২টায় এ ঘটনা ঘটে।
প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে কামারুজ্জামান হলে আসি। এখন পর্যন্ত ১০ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। আরও কিছু শ্রমিক চাপা পড়ে থাকতে পারে। তাদের উদ্ধার কাজ চলমান রয়েছে। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
জানতে চাইলে কামারুজ্জামান হলের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আবু বক্কর বলেন, গতকাল হলের অডিটোরিয়ামের ছাদের ঢালাই চলছিল। সে ঢালাইয়ে কোনও অনিয়ম ছিল। তাই ধসে পড়েছে। আমরা থাকা পর্যন্ত সব কিছু ভালোই ছিল। ছাদের ঢালাই একটা চলমান প্রক্রিয়া।
সার্বিক বিষয়ে প্রকল্প পরিচালক খন্দকার শাহরীয়ার বলেন, আমি রাজশাহীর বাইরে রয়েছি। তবে নির্মাণাধীন হলের একটা অডিটোরিয়ামের কাজ চলছিল, সেটার সাটারিং ধসে পড়ে প্রায় ১০ শ্রমিক আহত হয়েছে বলে শুনেছি।
পূর্বকোণ/পিআর