চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২০ মার্চ, ২০২৫

সর্বশেষ:

২৭ বছর পর দিল্লির মসনদে বসতে যাচ্ছে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক

৮ ফেব্রুয়ারি, ২০২৫ | ১:৪৭ অপরাহ্ণ

দীর্ঘ ২৭ বছর পর দিল্লির মসনদে বসতে যাচ্ছে বিজেপি। দিল্লিতে দলটির শেষ মুখ্যমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টা পর্যন্ত ভোট গণনার গতি–প্রকৃতি সেই ইঙ্গিত দিচ্ছে। ওই সময় পর্যন্ত মোট ৭০ আসনের মধ্যে বিজেপি এগিয়ে আছে ৪২ আসনে এবং আম আদমি পার্টি (আপ) ২৮ আসনে। কংগ্রেস একটি আসনে বেশ কিছু সময় এগিয়ে থাকলেও পরে পিছিয়ে পড়েছে।

দিল্লির বিধানসভায় মোট আসনসংখ্যা ৭০টি। সরকার গঠন করতে হলে যে কোনো দল বা জোটকে অন্তত ৩৬টি আসনে জয়ী হতে হবে।

 

ভোটের পরপরই প্রায় সব সংস্থার বুথফেরত সমীক্ষায় বিজেপিকে জয়ী হিসেবে দেখানো হয়েছিল। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা এবং মনীষ সিসোদিয়া, গৌতম ভরদ্বাজসহ আপের বেশ কয়েকজন প্রথমসারির নেতা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় বিজেপি প্রার্থীদের থেকে পিছিয়ে আছেন। এমনকি দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নিজেও গণনার প্রথম পর্যায়ে পিছিয়ে পড়েন। পঞ্চম রাউন্ডের গণনা শেষে নয়াদিল্লি আসনে প্রবেশ সিংহের চেয়ে ২২৫ ভোটে পিছিয়ে পড়েন কেজরিওয়াল।

 

এবারের বিধানসভায় কেজরিওয়ালের আম আদমি পার্টি লড়েছে ৭০টি আসনে। বিজেপি প্রার্থী দিয়েছে ৬৮ আসনে। দুটি আসন তারা ছেড়েছে জেডিইউ এবং এলজেপিকে (রামবিলাস)।

 

দিল্লিতে গেরুয়া শিবিরের জয়ের আভাস অনেকটা দিয়ে রেখেছিলেন ভারতের রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী।

 

ডিডাব্লিউকে তিনি বলেছিলেন, ‘বুথফেরত সমীক্ষা সবসময় সঠিক হয় না। যদি এক্ষত্রে মিলে যায় তাহলে বিজেপির জয়ের পেছনে বেশ কয়েকটি কারণ কাজ করবে। যে দল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে ক্ষমতায় আসে তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে মানুষ ক্ষমা করে না। কেজরিওয়ালসহ আপের একাধিক সদস্য, এমনকি মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ মানুষ ভাল চোখে নেয়নি। ’

 

২০২০ সালের নির্বাচনে আপের দখলে ছিল ৬২টি সিট। প্রায় ৫৩ শতাংশের বেশি ভোট পেয়ে বিজেপি কে রীতিমতো পর্যুদস্ত করে তারা। কংগ্রেস খাতা খুলতে পারেনি। এই নির্বাচনের আগে আপের বিরুদ্ধে ক্রমাগত আপ নেতাদের দুর্নীতির অভিযোগ জনতার কানে পৌঁছে দিয়েছেন বিজেপি। জেলে গেছেন অরবিন্দ কেজরিওয়ালসহ একাধিক আপ নেতা। ভোটবাক্সে তার কী প্রভাব পড়ে সেটাই এখন দেখার।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন