পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ১৪ বছর ও তার স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তাদের বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ড দুর্নীতির মামলায় এ রায় ঘোষণা করেন দেশটির একাউন্টেবিলিটি কোর্টের বিচারক নাসির জাভেদ রানা।
আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা হিসেবে পরিচিত এই মামলায় ইমরান খান ও বুশরা বিবি দোষী সাব্যস্ত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) জিও নিউজ ও ডনের অনলাইন প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।
রায়ে একইসঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে। ইমরান খানকে এক মিলিয়ন রুপি এবং বুশরাকে পাঁচ লাখ রুপি জরিমানা দিতে হবে। জরিমানা দিতে ব্যর্থ হলে ইমরান খানকে আরও ছয় মাসের জেল এবং বুশরা বিবিকে তিন মাসের জেল ভোগ করতে হবে।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, এই রায় এর আগে তিনবার পেছানো হয়েছিল। পাকিস্তানে সাধারণ নির্বাচনের পর ২০২৪ সালের ২৭ ফেব্রুয়ারি এই মামলায় অভিযুক্ত হন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান ও তার স্ত্রী বুশরা।
এই রায়ের আগে আদিয়ালা কারাগারের বাইরে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেছেন, আপনি অনুমান করতে পারেন গত দুই বছরে কী অবিচার হয়েছে। সুষ্ঠু বিচার হলে ইমরান ও বুশরা খালাস পাবেন।
জিও নিউজ জানিয়েছে, রায়ের সময় আদিয়ালায় উপস্থিত ছিলেন পাকিস্তানের দুর্নীতিবিরোধী সংস্থা ন্যাশনাল একাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) নেতৃত্ব দেওয়া প্রসিকিউটর জেনারেল সরদার মুজাফফর আব্বাসি। এছাড়া উপস্থিত ছিলেন ইমরান খান, বুশরা বিবি, গহর খান, সোয়েব শাহীন, সালমান আকরাম রাজা এবং আরও বেশ কিছু আইনজীবী।
পূর্বকোণ/মাহমুদ