চট্টগ্রাম বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

উত্তর প্রদেশে হাসপাতালে আগুন লেগে প্রাণ গেলো ১০ শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

১৬ নভেম্বর, ২০২৪ | ১২:৫৯ অপরাহ্ণ

ভারতের উত্তর প্রদেশের ঝাঁসি জেলার একটি মেডিকেল কলেজের শিশুদের ওয়ার্ডে আগুন লেগে অন্তত ১০ শিশু মারা গেছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

শুক্রবার (১৫ নভেম্বর) রাতে ঝাঁসির মহারাণী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডের নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে (এনআইসিইউ) বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনাকারী এক কর্মকর্তা জানিয়েছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

 

ওয়ার্ডে উপস্থিত কর্মীদের মতে, রাত ১০টা ৩৫ মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ধোঁয়ায় ভরা ওয়ার্ডের জানালা ভেঙে চিকিৎসক ও কর্মীরা রোগীদের বের করার চেষ্টা করেন। ৩৭ শিশুকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

শিশু ওয়ার্ডের এনআইসিইউ’র দুটি ইউনিটের মধ্যে একটি ইউনিটে আগুন লাগে। বহির্বিভাগে থাকা শিশুদের পাশাপাশি ভেতরের কিছু শিশুকেও উদ্ধার করা সম্ভব হয়েছে। ঝাঁসির জেলা ম্যাজিস্ট্রেট অবিনাশ কুমার জানান, ঘটনার কারণ তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে।

 

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ১০ শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে ৬টি ফায়ার ইঞ্জিন কাজ করছে বলে জানান তিনি। পুলিশ সদস্যদের সাহায্যে দ্রুত উদ্ধার ও ত্রাণ কাজ চালানো হয়।

 

ঘটনার সময় এনআইসিইউ-তে মোট ৫৪ শিশু ভর্তি ছিল, যার মধ্যে ৪৪ শিশুকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহত ১০ শিশুর মধ্যে সাতটির পরিচয় নিশ্চিত করা গেছে বলে জানিয়েছেন উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক।

 

ক্ষতিগ্রস্ত ওয়ার্ডের ভেতরে পুড়ে যাওয়া বেশকিছু চিকিৎসা সরঞ্জাম দেখা গেছে। মেডিকেল কলেজের বাইরে আতঙ্কিত রোগী ও তাদের স্বজনদের ভিড় দেখা যায়। মৃত শিশুদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

 

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে পোস্ট দেন তিনি।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন