চট্টগ্রাম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

ড. ইউনূসকে আমিরাতের প্রেসিডেন্টের অভিনন্দন

ইউএই প্রতিনিধি

২৮ আগস্ট, ২০২৪ | ১০:৪৬ অপরাহ্ণ

ইউএইর রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার নতুন দায়িত্বভার গ্রহণের জন্য অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আজ অভিনন্দন জানিয়েছেন।

 

এতে রাষ্ট্রপতি মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব তার দেশ ও জনগণের সমৃদ্ধি বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন। উভয় দেশের স্বার্থকে এগিয়ে নিতে এবং তাদের জনগণের উন্নয়ন ও সমৃদ্ধির আকাঙ্ক্ষা পূরণের জন্য আগামী সময়ে সহযোগিতা অত্যাহত রাখার জন্য তার আগ্রহের কথাও তুলে ধরেন।

 

জবাবে, মুহাম্মদ ইউনুস তার সদয় অনুভূতি প্রকাশের জন্য মহামান্য শেখ মোহাম্মদ বিন জায়েদকে ধন্যবাদ জানান। তিনি সংযুক্ত আরব আমিরাতের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধির জন্য তার আকাঙ্ক্ষা প্রকাশ করেন। তিনি দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক স্বার্থে উভয়ের মধ্যে শক্তিশালী ও স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে তার সদিচ্ছা প্রকাশ করেন।

 

 

পূর্বকোণ/বাপ্পি/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট