চট্টগ্রাম নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির হলেন নায়েবে আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম। আজ শুক্রবার (১৩ জুন) বিকেলে নগর জামায়াতের জরুরি দায়িত্বশীল সমাবেশে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই দায়িত্ব দেন।
চট্টগ্রাম মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ জানান, জরুরি দায়িত্বশীল সমাবেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নগর জামায়াতের বর্তমান আমির শাহজাহান চৌধুরী কেন্দ্রীয় দায়িত্বশীল হিসেবে কাজ করবেন।
শাহজাহান চৌধুরীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, বয়স ও অসুস্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দায়িত্ব পেয়ে আজ শুক্রবার বিকেলে নগর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে সভাপতিত্ব করেন মুহাম্মদ নজরুল ইসলাম।
জানা যায়, একইদিন সকালে দক্ষিণ জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে শাহজাহান চৌধুরীকে চট্টগ্রাম-১৫ আসনে দলের পক্ষ থেকে সংসদ নির্বাচনে চূড়ান্তভাবে প্রার্থী ঘোষণা করা হয়।
পূর্বকোণ/জেইউ/পারভেজ