পরিবারের সঙ্গে পবিত্র ঈদুল আজহা উদযাপন শেষে কর্মস্থলে যোগ দিতে বন্দরনগরী চট্টগ্রামে ফিরতে শুরু করেছেন নানা শ্রেণি ও পেশার মানুষ। এ উপলক্ষে গতকালও সড়ক ও রেলপথে শহরমুখী মানুষের ভিড় তৈরি হয়। প্রিয়জনদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে কর্মস্থলে ফেরার এই যাত্রা অনেকটাই নির্বিঘ্ন ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
গত ৭ জুলাই দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। এ উপলক্ষে টানা ১০ দিনের ছুটি চলছে সরকারি অফিস-আদালতে। ছুটি শেষে আগামী রবিবার থেকে খুলবে এসব প্রতিষ্ঠান। তবে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে আগে ভাগেই রওনা দিয়েছেন অনেকে। সরকারি চাকরিজীবীর পাশাপাশি বেসরকারি চাকরিজীবীরাও ফিরতে শুরু করেছেন নগরীতে। ফলে সপ্তাহের বেশি সময় ফাঁকা থাকা নগরী ফের কোলাহল মুখর হতে শুরু করেছে।
গতকাল সকাল থেকে নগরীর নতুন ব্রিজ, একে খান গেট ও অক্সিজেন ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস এসে পৌঁছাচ্ছে একের পর এক। প্রতিটি বাসেই ছিল যাত্রীদের ভিড়, সবার চোখেমুখে ঈদের আনন্দের রেশ। যাত্রীরা বাস থেকে নেমে ব্যাগ-লাগেজ হাতে নিয়ে ছুটছেন সিএনজি অটোরিকশার খোঁজে। কেউ সরাসরি কর্মস্থলের উদ্দেশে, কেউবা বাসায় ফিরছেন আগেভাগে প্রস্তুতি নিতে।
ফেরত আসা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদযাত্রা ছিল তুলনামূলক স্বস্তিদায়ক। একই চিত্র দেখা গেছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনেও। সকাল থেকেই ট্রেনে চেপে যাত্রীরা চট্টগ্রামে ফিরেছেন।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন- গত দুই দিন ধরে যাত্রীরা ফিরতে শুরু করলেও আজ শুক্রবার ও আগামীকাল শনিবার নগরীরে ফেরার মূল চাপ থাকবে। যাত্রীদের ফেরা নিরাপদ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
পূর্বকোণ/ইবনুর