পবিত্র ঈদ-উল-আজহা উদযাপন শেষে কর্মস্থলমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধকল্পে বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার (১০ জুন) সকাল ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত নগরীর দামপাড়া, অলংকার, একে খান, সিটি গেইট ও ভাটিয়ারীতে অবস্থিত বাস কাউন্টার পরিদর্শন করা হয়। ভ্রাম্যমান আদালত-১৩ এর নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিকি মারমা।
এ সময় অতিরিক্ত ভাড়া সম্পর্কিত কোন অভিযোগ পাওয়া যায়নি এবং চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।
অভিযানে রেজিস্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেলকে পাঁচ হাজার টাকা জরিমানাসহ বিভিন্ন অপরাধে অন্য তিনটি মোটরযানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রান্তিক পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৯৯৮৮) কাগজপত্র দীর্ঘদিন হালনাগাদ না থাকায় বাসটি জব্দ করা হয়।
পূর্বকোণ/জেইউ/পারভেজ