দেশের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড আরব আমিরাতের মারওয়ান শিপিংয়ের কাছে তিনটি জাহাজ রপ্তানি করতে যাচ্ছে।
শনিবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম বোট ক্লাবে নবনির্মিত জাহাজ ‘রায়ান’-এ দাঁড়িয়ে এসব কথা জানান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক (এমডি) ক্যাপ্টেন সোহেল হাসান।
প্রতিষ্ঠানটি জানায়, রায়ান নামে ল্যান্ডিং ক্রাফটি একেবারেই প্রস্তুত রয়েছে। কয়েকদিনের মধ্যেই এটি সংযুক্ত আরব আমিরাতের ক্রেতার হাতে হস্তান্তর করা হবে। ৬৯ মিটার লম্বা জাহাজটি বড় জাহাজের মালামাল পরিবহনে ব্যবহৃত হবে। এছাড়া খালিদ ও ঘায়া নামে দুটি টাগবোট প্রায় তৈরি হয়েছে। দু’য়েকমাসের মধ্যে একই প্রতিষ্ঠানের হাতে টাগবোট দুটি হস্তান্তর করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, সবশেষ ২০২০ সালে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড জাহাজ রপ্তানি করেছিল। এরপর ২০২৩ সালে আরব আমিরাতের প্রতিষ্ঠান মারওয়ান শিপিংয়ের ৮টি জাহাজ নিমার্ণের জন্য চুক্তিবদ্ধ হয় ওয়েস্টার্ন শিপইয়ার্ড।
ওয়েস্টার্ন শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান বলেন, চুক্তির ৮টি জাহাজই ২০২৫ সালের মধ্যে মারওয়ান শিপিংয়ের কাছে হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে। আমাদের প্রতিষ্ঠান ২০১৭ সালে বিদেশি এই ক্রেতার কাছে আরও একটি জাহাজ রপ্তানি করেছিল। সন্তুষ্ট হয়ে তারা পুনরায় আমাদের কাছে এসেছে।
তিনি আরও বলেন, ওয়েস্টার্ন শিপইয়ার্ড এ পর্যন্ত মোট ৩৩টি জাহাজ বিশ্বের ১১টি দেশে রপ্তানি করে। যার মূল্য ১০০ মিলিয়ন ডলারের চেয়েও বেশি। আগামী মাসের মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্পোরেশনের কাছে আরও দুটি যাত্রীবাহী জাহাজ এমভি রুপসা ও এমভি সুগন্ধা হস্তান্তর করবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান, অপারেশন ডিরে ক্যাপ্টেন ফজলে রাব্বি, জিএম ফাইন্যান্স আবুল মনসুর ও ডিরেক্টর ক্যাপ্টেন আনাম চৌধুরী।
পূর্বকোণ/জেইউ/এএইচ